বৃহস্পতিবার ● ২০ মে ২০২১
প্রথম পাতা » সাহিত্য » টক মিস্টি আম
টক মিস্টি আম
টক মিস্টি আম==
প্রকাশ ঘোষ বিধান >>>>
ঝুলছে আম দুলছে আম
গাছের ডগায় ডগায়
দুপুর রোদে সোনা রোদে
ঘুরছে তলায় তলায়।
কাঁচা আম টক আম
জিব্বায় আসে জল জল
আমের ঝাল কাঁচা ঝাল
চোখে জল ছলছল
পাঁকা আম মিস্টি আম
রসে ভরা টসটস
ঝড়ে পড়ে ঢিলে পড়ে
চাকর ডাকে বস বস।
গ্রামে আম শহরে আম
বাজার ভরা ঝুড়ি ঝুড়ি
মিস্টি স্বাধ টক স্বাধ
ক্রেতা আছে ভুরি ভুরি।