শুক্রবার ● ২৮ মে ২০২১
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরের ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নে উম্মুক্ত বাজেট ঘোষনা
কেশবপুরের ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নে উম্মুক্ত বাজেট ঘোষনা
এম. আব্দুল করিম, কেশবপুর যশোর :
যশোরের উপজেলার ১নং ত্রিমোহিনী ও ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ত্রিমোহিনী ইউনিয়ন পরিসদের সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় পরিষদের সচিব প্রভাত কুমার সিংহ এর সঞ্চলনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতে উম্মুক্ত বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান।
বাজেটে ২০২১-২২ অর্থবছরের আয় দেখানো হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ৪১ হাজার ২শত ৬০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ৫২ হাজার ১শত ১ টাকা। উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৫লক্ষ ৮৯ হাজার ১শত ৫৯ টাকা।
একই দিনে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। পরিষদের সচিব প্রভাত কুমারসিংহ এর সঞ্চলনায় বাজেট উপস্থাপন করেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান শামসুদ্দিন দফাদার। বাজেটে ২০২১-২২ অর্থবছরের আয় দেখানো হয়েছে ১ কোটি ৬৬ লক্ষ ৮৯ হাজার ৯শত ৯৪ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লক্ষ ৬৫ হাজার ৮শত ২৪ টাকা। উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৫লক্ষ ২৪ হাজার ১শত ৭০ টাকা।