শনিবার ● ২৯ মে ২০২১
প্রথম পাতা » উপকূল » উপকূলে দ্রুত টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবি
উপকূলে দ্রুত টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবি
এস ডব্লিউ নিউজ: খুলনার উপকূলের জানমালের সুরক্ষায় অবিলম্বে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহানগরীর শিববাড়ির মোড়ে দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক এ মানববন্ধনের আয়োজন করে।
খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন খুলনা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক সৌরভ গাইন, কমলেশ বাছাড় ও মোঃ আসাদ শেখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলের মানুষ ত্রাণ চায় না। তারা টেকসই ভেড়িবাঁধ চায়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ভৌত অবকাঠামো, ঘরবাড়ি ও কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ¡াসে কয়েকশ’ কিলোমিটার ভেড়িবাঁধ ভেঙে গেছে। শত শত গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি কয়েক হাজার ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। নষ্ট হয়েছে ফসলি জমি। হাজারো মানুষ গৃহহীন হয়েছেন।
বক্তারা কক্সবাজার মেরিন ড্রাইভের মতো খুলনা থেকে সাতক্ষীরা পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করে এ অঞ্চলের মানুষের জানমাল রক্ষার দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহ জিয়াউর রহমান স্বাধীন, বঙ্গরাজ দেলোয়ার হোসেন, সুয়েতা মিম, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের স্বেচ্ছাসেবক তুহিন, ফরহাদ, নয়ন, জাহিদ, জাফরিন, মাসুদ, স্বাধীন, নাইমুর সুমন, জুয়েল, জামাল, নিলয় প্রমুখ।