মঙ্গলবার ● ১ জুন ২০২১
প্রথম পাতা » সারাদেশ » শেরপুরের ডিসি হলেন সাতক্ষীরার মোমিনুর রশিদ
শেরপুরের ডিসি হলেন সাতক্ষীরার মোমিনুর রশিদ
এস ডব্লিউ নিউজ: শেরপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা সদরের জোড়দিয়া গ্রামের কৃতি সন্তান মো. মোমিনুর রশিদ।
সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় কতৃক জারিকৃত প্রজ্ঞাপনে তাকে জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব), ঢাকা থেকে শেরপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মোমিনুর রশিদ সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের মো. আব্দুল কাদের মোড়ল ও মাসুরা বেগমের ছেলে।
মোমিনুর রশিদ ২২তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য। তিনি শিক্ষা জীবনে এসএসসি হতে মাস্টার্স পর্যন্ত প্রতিটি পরীক্ষায় তিনি বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ প্রাপ্ত। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় হতে ফরেস্ট্রিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জণ করেন এবং মাস্টার্সে ডিস্টিংশনধারী। এছাড়া তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় হতে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জণ করেন। সেখানেও তিনি ৭০% এর অধিক নম্বর পেয়ে মেরিট উপাধী লাভ করেন।
তিনি কর্মজীবনে মাঠ পর্যায়ে সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, চার্জ অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন জেলা ও উপজেলাতে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার প্রশিক্ষন প্রাপ্ত বিষয়ের মধ্যে এন্টারপ্রাইজ আর্কিটেকচার ও জিআইএস উল্লেখযোগ্য। তিনি ব্যক্তিগত ও চাকুরি ক্ষেত্রে প্রশিক্ষনের প্রয়োজনে ইতোমধ্যে ভারত, বাহরাইন, সৌদিআরব, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সহকারী সচিব হিসেবে বাগেরহাট জেলাতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২০ সালে অনলাইন ভূমি জরিপ সফটওয়্যারের মাধ্যমে ভূমি জরিপ সম্পন্নের জন্য ‘ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান)’ ক্যাটাগরিতে তিনি ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার’ লাভ করেন।