মঙ্গলবার ● ৮ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » খেয়া পারের টাকা না থাকায় সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে যুবকের মৃত্যু
খেয়া পারের টাকা না থাকায় সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে যুবকের মৃত্যু
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় খেয়াপারের টাকা না থাকায় নদী সাঁতার দিয়ে পার হতে গিয়ে পানিতে ডুবে সুকুমার (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার খড়িয়া বাসাখালীচকের পরিতোষ মন্ডলের ছেলে। সোমবার বিকাল ৫ টায় এ ঘটনা ঘটেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য প্রশান্ত মন্ডল জানান, লস্কর ইউনিয়নের খড়িয়া বাসাখালীরচক বর্তমানে মামার বাড়ী কয়রাতে থাকেন সুকুমার। তিনি সোমবার বিকালে বাড়ী থেকে মামার বাড়ী তালবাড়িয়ায় যাওয়ার সময় মিনহাজ নদীর চৌমুহনী খেয়াঘাটে আসে। কিন্তু তার কাছে কোন টাকা-পয়সা না থাকায় খেয়ার মাঝি তাকে পার করতে রাজি হয়নি। তখন তিনি মিনহাজ নদী সাঁতার দিয়ে পার হওয়ার সময় পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন বুঝতে পেরে জেলেদের দিয়ে জাল টেনে তার লাশ উদ্ধার করেছেন। লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন জানান, খেয়া মাঝি কাশেম আলী টাকা ছাড়া পার করতে চাইনি সেটি আমি শুনেছি। খেয়া মাঝি কাশেম জানান, আমার ঘাটে এমন ধরনের কোন লোক আসেনি। তবে ঝড়-বর্ষার সময় কে কখন পর হয়েছে তা আমার জানা নেই। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পাইকগাছা থানার ওসি মোঃ এজাজ শফী জানান, লাশ ময়লা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।