মঙ্গলবার ● ৮ জুন ২০২১
প্রথম পাতা » সারাদেশ » বানভাসি ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের পাশাপাশি এনজিও ও ধর্ণাঢ্য ব্যক্তিদের পাশে দাড়ানোর আহবান –মু. মোস্তাফিজুর রহমান পিপিএম বার
বানভাসি ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের পাশাপাশি এনজিও ও ধর্ণাঢ্য ব্যক্তিদের পাশে দাড়ানোর আহবান –মু. মোস্তাফিজুর রহমান পিপিএম বার
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনির প্রতাপনগরে বানভাসিদের মাঝে ত্রান বিতরণ করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মু. মোস্তাফিজুর রহমান পিপিএম বার। মঙ্গলবার সকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের লস্কারী খাজরা মোড়ে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াশ এর আঘাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ পানি বন্দি ও ক্ষতিগ্রস্থ হয়। ব্যাপক ক্ষতিগ্রস্থ ইউনিয়ন গুলোর মধ্যে বেশী ক্ষতিগ্রস্থ প্রতাপনগর ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মু. মোস্তাফিজুর রহমান পিপিএম বার প্রধান অতিথি হিসাবে ত্রাণের প্যাকেজ বিতরণ করেন। প্রতিটি প্যাকেজে ছিল, চাল ৫ কেজি, আটা ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি ও সাবান ১ টি। এ সময় তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াশ’র আঘতে সাতক্ষীরা জেলা বিভিন্ন উপজেলায় যে অপূরনীয় ক্ষতি হয়েছে তার মধ্যে প্রতাপনগর অন্যতম। পুলিশের হাতে তেমন কিছু থাকেনা, তারপরও সারা বাংলাদেশে পুলিশ সমস্যাগ্রস্থ মানুষের পাশে ইতো পূর্বে দাড়িয়েছে। তাইতো পুলিশকে এখন দেশের মানুষ মানবিক পুলিশ হিসেবে আখ্যয়িত করেছে। চাহিদার তুলনায় পুলিশের সামর্থ অপ্রতুল হলেও আজ আমরা বানভাসি মানুষের পাশে দাড়িয়েছি। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও ও ধর্ণাঢ্য ব্যক্তিদের পানি বন্দি বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জামিল আহম্মেদ, আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটনসহ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ।