বৃহস্পতিবার ● ১০ জুন ২০২১
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছায় ১১ দিনের কঠোর স্বাস্থ্যবিধি নিষেধ আরোপ চলছে
পাইকগাছায় ১১ দিনের কঠোর স্বাস্থ্যবিধি নিষেধ আরোপ চলছে
এস ডব্লিউ নিউজ: পাইকগাছা পৌরসভা সহ চারটি বাজার কপিলমুনি, কাঠিপাড়া, বাকা ও চাদখালিতে এগারো দিন কঠোর স্বাস্থ্যবিধি নিষেধ আরোপে করা হয়েছে। প্রথম দিনেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম খালিদ হোসেন সিদ্দকী ও ওসি এজাজ শফীর কঠোর পদক্ষেপে স্বাস্থ্যবিধি নিষেধ আরোপে সফল হয়েছে। দুপুরে পৌর সদরে মাক্সের উপর অভিযান চালায় এ সময় চারজনের মাক্স না থাকায় জরিমানা করে সাধারন মানুষের মাক্স পরার জন্য উদ্বুদ্ধ করেন। উল্লেখ্য করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সংক্রমন রোধে ১০ জুন বৃহস্পতিবার সকাল ৬টা হতে ২১ জুন সোমবার রাত ১২টা পর্যন্ত আরোপিত বিধিনিষেধ বহাল থাকার কথা বলা হয়। আরোপিত বিধিনিষেধ অনুযায়ী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত পৌরসভার সকল দোকান-পাট, মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় মুদি দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।