রবিবার ● ২৭ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির খাজরায় দূর্বল জনগোষ্ঠীর উপর হামলার শাস্তির দাবীতে মানববন্ধন ও ঝাটা মিছিল
আশাশুনির খাজরায় দূর্বল জনগোষ্ঠীর উপর হামলার শাস্তির দাবীতে মানববন্ধন ও ঝাটা মিছিল
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনির খাজরায় দূর্বল জনগোষ্ঠী পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও দুর্নীতিবাজ এক ব্যক্তি চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের প্রতিকারের দাবীতে মানববন্ধন ও ঝাটা মিছিল করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার খাজরা ইউনিয়নের দেয়াবর্ষিয়া দীঘির পাশে স্থানীয় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। ইউনিয়নের দূর্বল জনগোষ্ঠী (হিন্দু সম্প্রদায়) পরিবার ও ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য রামপদ সানা, অনুপ কুমার মন্ডল, সাবেক মেম্বার মিলন কান্তি মন্ডল, শিক্ষক অরুন মন্ডল ও পশুপতি মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম, নৃপেন মন্ডল প্রমুখ। বক্তাগণ বলেন, এলাকার শান্তিপ্রিয় হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যরা নিরিহ প্রকৃতির। শিক্ষা অফিসের কেরানী, দালাল ও চাকুরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী এবং কেরানী হয়ে সাতক্ষীরা শহরে কোটি টাকার বিলাশবহুল বাসভবনের মালিক প্রদীপ কুমার মন্ডলের নেতৃত্বে ইউনিয়নের গদাইপুর গ্রামের অহিদুল ইসলামের সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালায়। তাদের হামলায় বিধান চন্দ্র মন্ডল মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। ঠেকাতে গেলে আরও ২ জন আহত হয়। তাদের ৩টি মূল্যবান মোবাইল, নগদ টাকা ছিনিয়ে নেয়। বিধানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী কার্যকলাপ ও প্রদীপের দুর্নীতি, দালালী, মাষ্টার পশুপতির বোনকে চাকরীর নামে ৪৫ হাজার টাকা, নৃপেনের স্ত্রীকে চাকরীর নামে ২ লক্ষ ৫০ হাজার টাকা, ফকরাবাদের বাবু লালকে চাকুরীর নামে ২ লক্ষ ৫০ হাজার টাকাসহ এলাকার নাম নাজানা অগণিত সাধারণ নীরিহ অসহায় মানুষের নিকট থেকে চাকুরী দেয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে। অবিলম্বে অহিদুলের সন্ত্রাসী বাহিনীর অন্যতম কেরানী প্রদীপকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে এলাকায় প্রদীপের অবাঞ্চিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহসহ ঝাটা মিছিল বের করা হয়।