শনিবার ● ৩ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ১৬ ব্যক্তিকে জরিমানা
কেশবপুরে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ১৬ ব্যক্তিকে জরিমানা
এম. আব্দুল করিম,কেশবপুর :
যশোরের কেশবপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ ব্যবসায়ীসহ ১৬ ব্যক্তিকে ১২ হাজার ৬শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘোষিত লকডাউনের বিধিনিষেধ না মেনে দোকানপাট খোলা
রাখার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার মাদারডাঙ্গা এলাকার ব্যবসায়ী অলিয়ার রহমান, রাজনগর বাঁকাবর্শীর হাসান আলী, মতিয়ার রহমান ও ইউনুচ মোড়ল, সাবদিয়ার জিল্লুর রহমান, বাগদহার রাজু আহমেদ, লক্ষ্মীনাথকাটির জসিম হোসেন, মণিরামপুরের রতেœশ্বরপুরের আব্দুল জব্বারকে ১ হাজার করে, গৃধরনগরের বিদ্যানন্দ, অচিন্ত্য রায়, কলাগাছির রাশেদ হোসেন, বাগদহার আব্দুল হান্নানকে ৫শ ও কলাগাছির সাজ্জাদ আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরে ইজিবাইকে যাত্রী উঠানোয় উপজেলার আলতাপোলের ওহিদুজ্জামান, মণিরামপুরের শ্যামকুড় এলাকার এনামুল
হোসেন ও আগরহাটির আকবর আলীকে ২শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।