রবিবার ● ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে লগডাউন কার্যকর
কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে লগডাউন কার্যকর
এম. আব্দুল করিম,কেশবপুর থেকে:
যশোরের কেশবপুরে প্রশাসনের বিশেষ তৎপরতায় কার্যকর হয়েছে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেথা গেছে, রাস্তাঘাটে মানুষের চলাচল অনেক কম। শহরের পাশাপাশি গ্রামের সড়কেও ছিল একই রকম দৃশ্য। লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সাথে ছিল সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। দুপুর ১২টার পরপরই সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে যারা নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ২১টি পাহারা বসানো হয়েছে। যে কারণে প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে না আসায় রাস্তাঘাট রয়েছে প্রায় জনমানব শূন্য। নির্দিষ্ট সময়ের পর যারা দোকানপাট খোলা রাখাছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রয়েছে চলমান। এর মধ্যে উপজেলা প্রশাসনের বিশেষ তৎপরতায় প্রায় অর্ধশত মানুষকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, কেশবপুর শহরসহ উপজেলার ২১টি স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এছাড়া জনসাধারণকে ঘরে থাকার জন্য মাইকে প্রচারণা চালানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, আনসার ব্যাটেলিয়ন, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মিলিতভাবে মাঠে রয়েছেন। সকাল থেকেই বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে হচ্ছে।