শুক্রবার ● ৯ জুলাই ২০২১
প্রথম পাতা » মিডিয়া » দুযোগপ্রবণ এই দেশে উপকূল সাংবাদিকতাকে উপেক্ষা করার সুযোগ নেই…পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ
দুযোগপ্রবণ এই দেশে উপকূল সাংবাদিকতাকে উপেক্ষা করার সুযোগ নেই…পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ
এস ডব্লিউ নিউজ: দুযোগপ্রবণ এই দেশে উপকূল সাংবাদিকতাকে উপেক্ষা করার সুযোগ নেই। উপকূল সাংবাদিকতার বেসিক ধারণার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব না৷ আমারা উপকূল সাংবাদিকতার বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করব৷ প্রাকৃতিক বিপদের মুখে থাকা এই দেশে উপকূল সাংবাদিকতাকে বিকশিত করার কোন বিকল্প নাই।
উপকূল সাংবাদিকতা বিষয়ক দুইদিন ৮ও৯ ব্যাপী প্রশিক্ষণের শেষ দিনের সমাপনী বক্তৃতায় পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ একথা বলেন।
প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিক বলেন, উপকূল ইস্যুতে তারা আরও সক্রিয়ভাবে প্রতিবেদন লেখায় মনযোগী হবেন৷ এই প্রশিক্ষণে খুলনা জেলার ৩০জন সাংবাদিক অংশনেন৷ প্রশিক্ষক ছিলেন উপকূল সাংবাদিক হিসাবে সুপরিচিত রফিকুল ইসলাম মণ্টু। এইপ্রথম বাংলাদেশে উপকূল সাংবাদিকতার আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হলো। স্বীকৃতি পেলো উপকূল সাংবাদিকতার।সাংবাদিকতার মহাসড়কে যুক্ত হলো উপকূল সাংবাদিকতা। এদিনটি উপকূল সাংবাদিকতায় ঐতিহাসিক দিন হিসাবে বিবেচিত হবে।