শনিবার ● ১০ জুলাই ২০২১
প্রথম পাতা » সারাদেশ » বর্তমান সরকারের উন্নয়নে বদলে গেছে সুফলাকাটি ইউনিয়নবাসির ভাগ্য
বর্তমান সরকারের উন্নয়নে বদলে গেছে সুফলাকাটি ইউনিয়নবাসির ভাগ্য
এম. আব্দুল করিম, কেশবপুর থেকে :
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তৃর্ণমুলের উন্নয়নের ছোয়ায় বদলে গেছে যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নবাসির ভাগ্য। দীর্ঘদিনের অবহেলিত ইউনিয়ন বিগত সাড়ে চার বছরে বিভিন্ন সেক্টরে সামাজিক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বদলে দিয়েছে এই ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মান।
এলাকার দরিদ্র মানুষের আর্থসাজিক উন্নয়ন, এলজিএসপি-কাবিটা/কাবিখা, টিআর, এডিবি, জাইকাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের গ্রামীণ অবকাঠামো রাস্তা-ঘাট ব্রিজ, কালভার্ট, জনগুরুত্বপুর্ণ স্থানে সোলার প্যানেল স্থাপন, স্কুল মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে ব্যপক উন্নয়ন হয়েছে।
৮নং সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ানরম্যান মাষ্টার আব্দুস সামাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযেগিতায় ও স্থানীয় সাংসদ শাহিন চাকলাদারের প্রচেষ্টায় করোনা কালের মধ্যেও সুফলাকাটি ইউনিয়নে অতিদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি, ১শতাংশ’র অর্থ বিনিয়োগের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষের আর্থসাজিক উন্নয়ন, এলজিএসপি-কাবিখা, টিআর, এডিবি, জাইকাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সেক্টরে গত সাড়ে ৪ বছরে ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে।