শনিবার ● ১০ জুলাই ২০২১
প্রথম পাতা » বিবিধ » কয়রা থানার ওসি রবিউল হোসেন শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত
কয়রা থানার ওসি রবিউল হোসেন শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত
রামপ্রসাদ সরদার, কয়রা :
আইন-শৃংখলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।
সুত্রে জানা যায়, খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ দমন সভায় খুলনা জেলার কয়রা থানা অতীতের যে কোন সময়ের চেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় কয়রা থানার অফিসার ইনচার্জকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়েছে।
এ উপলক্ষ্যে তাকে সম্মাননা প্রদান করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ হিসেবে মোঃ রবিউল হোসেন কয়রা থানায় যোগদানের পর থেকে পুলিশের প্রতি সাধারন মানুষের ভিন্ন ধারনা থাকলেও সে ধারনা তিনি বদলে দিয়েছেন।
ব্যতিক্রমধর্মী একজন পুলিশ অফিসার হিসেবে তিনি তার সহকর্মী ও সাধারন জনগণের আদর্শগত নীতি মেনে নিয়ে দক্ষতার সাথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। ” পুলিশ জনগণের বন্ধু ” - তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে সেটি দেখিয়েছেন। একজন আদর্শবান পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আধুনিক প্রযুক্তি এবং মেধার দক্ষতা দিয়ে অপরাধ দমনের চেষ্টা অব্যাহত রেখেছেন। বিশেষ করে হয়রানি মূলক মিথ্যা মামলায় যাতে জনগণ হয়রানী না হয় সে বিষয়ে কঠোর থেকেছেন। যার ধারাবাহিকতায় তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশের কাজ হচ্ছে, আইন-শৃঙ্খলা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, ইভটিজিং ও হয়রানী মীলক মিথ্যা মামলা থেকে মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা। সেই লক্ষ্য নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সকলের সহযোগীতা ও পুলিশ সুপারের দিক নির্দেশনায় কয়রার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা সম্ভব হয়েছে।