রবিবার ● ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » সারাদেশ » কেশবপুরে করোনায় কর্মহীন ডেকোরেটর শ্রমিকদের মানবেতর জীবন যাপন
কেশবপুরে করোনায় কর্মহীন ডেকোরেটর শ্রমিকদের মানবেতর জীবন যাপন
এম. আব্দুল করিম,কেশবপুর থেকে:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লগডাউনে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে যশোরের কেশবপুরে মাইক লাইট শ্রমিক ও ডেকোরেটর ব্যবসায়ীরা। লকডাউনে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় এই পেশার সাথে জড়িত প্রায় তিনশতাধিক পরিবার অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। এই দুঃসময় কেউ নেই তাদের পাশে।
জানা গেছে, উপজেলার ৫০টি মাইক লাইট ও ডেকোরেটর ব্যবসায়ীর সাথে প্রায় তিন শতাধিক শ্রমিক তাদের জীবন জীবিকা নির্বহ করে থাকে। যাদের অধিকাংশই আর্থিক ভাবে অসচ্ছল। করোনার প্রভাবে মিছিল মিটিং বিবাহ, গায়ে হলুদ সহ সকল অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এই সব ব্যবসার সাথে জড়িত পরিবার গুলো পড়েছে মহা বিপাকে। কেউ কেউ আবার পেশা বদলে হয়েছে চা বিক্রেতা, ফল বিক্রেতা, রাজমিস্ত্রির লেবার ইত্যাদি। এসব পেশায় তাদের দক্ষতা না থাকায় পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। ব্যবসায় লাভের বদলে টানতে হচ্ছে লোকসানের ঘানি। আর যার প্রভাব পড়ছে সংসারে উপর। তিশা সাউ-ের মালিক টিপু, পাপিয়া ডেকোরেটরের মালিক মফিজুর রহমান বলেন সরকার ঘোষিত লগডাউনে অনেকে অনেক কিছু পেলেও ডেকোরেটর শ্রমিকরা কোন সাহায্য সযোগিতাই পাচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন জাপন করছে। কেশবপুরে মাইক লাইট ও ডেকোরেটর ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল ইসলাম বলেন, আমাদের দুর্দিনে কাউকে পাশে পাইনি। মাইক লাইট ও ডেকোরেটর ব্যবসায়ী সমিতির সাথে জড়িত মালিক ও শ্রমিকরা করোনা প্রতিরোধে লগডাউনে কর্মহীন হয়ে পড়েছে। ফলে ফলে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তিনি কর্মহীন ডেকোরেটর শ্রমিকদের জন্য সরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানান।