মঙ্গলবার ● ১৩ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির গুনাকারকাটি বেতনা নদীর চর থেকে জীবিত নবজাতক উদ্ধার, ৫ ঘন্টা পর মৃত্যু
আশাশুনির গুনাকারকাটি বেতনা নদীর চর থেকে জীবিত নবজাতক উদ্ধার, ৫ ঘন্টা পর মৃত্যু
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনির গুনাকারকাটি ব্রিজের নিচে বেতনা নদীর চর থেকে সদ্য ভূমিষ্ঠ এক জীবিত কন্যা নবজাতক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় শেষ মেষ ৫ ঘন্টা পর মৃত্যু বরণ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছ, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রীজের নীচে বেতনা নদীর চর থেকে কয়েকজন শ্রমিক মাটি কাটার কাজ করছিল। এ সময় তারা কাজের পার্শ্ববতী একটি শিশু সাদৃশ্য দেখতে পেয়েই পাশে যেয়ে মাথা ও মুখ থেতলানো রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডাকচিৎকার দিতে থাকে। এ খবরে কুল্যা ইউপি চেয়ারম্যান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে নবজাতক কন্যা শিশুটি কাপড় দিয়ে জড়িয়ে নিজেই মোটর সাইকেল যোগে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ৫ ঘন্টা পর দুপুর পৌনে ১ টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরিপোর্ট লেখা পর্যন্ত ইউপি চেয়ারম্যান আব্দুল বাসেত আল-হারুন চৌধুরী তার পারিবারিক কবরস্থানে দাফন করার ঘোষনা দেন। প্রসঙ্গত. স্থানীয় প্রতক্ষ্যদর্শীদের ধারনা বাচ্চাটি শেষ রাতে ভূমিষ্ট হওয়ার পর ব্রীজের উপর থেকে নবজাতকসহ তার মাতার রক্তমাখা কাপড়-চোপড়, নাড়ি-ভূড়ি ও ফুল ফেলে দিয়ে গেছে।