মঙ্গলবার ● ১৩ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৬ ব্যবসায়ীকে জরিমানা
কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৬ ব্যবসায়ীকে জরিমানা
এম. আব্দুল করিম,কেশবপুর থেকে:
যশোরের কেশবপুরে লগডাউনের সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে ১৬ ব্যবসায়ীকে ৬ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, লকডাউনের বিধিনিষেধ না মেনে দোকান খোলা রাখার অপরাধে উপজেলার বায়সার ইমন হোসেনকে ১ হাজার ও মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গার মোকাররম হোসেনকে ৫শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা একই অপরাধে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৪ ব্যক্তিকে ৪ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেন।