রবিবার ● ১৮ জুলাই ২০২১
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » আশাশুনির বুধহাটায় ফ্রি অক্সিজেন ব্যাংক উদ্বোধন
আশাশুনির বুধহাটায় ফ্রি অক্সিজেন ব্যাংক উদ্বোধন
বুধহাটা (আশাশুনি) প্রতিনিধিঃ আশাশুনির বুধহাটায় করোনা রোগিদের জন্য জরুরী প্রয়োজনে অক্সিজেন ব্যবস্থা করার লক্ষ্যে ফ্রি অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়েছে। রোববার বিকাল ৪ টায় উপজেলার বুধহাটা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আছাফুর রহমানের মালিকানাধীন জিম সেন্টারে এ ব্যাংক উদ্বোধন করা হয়।
মানবতার সেবায় ব্রত হয়ে (অবঃ) সেনা সদস্য আল. শেখ আছাফুর রহমান বর্তমান করোনা মহামারীর চরম বিপর্যস্থ পরিস্থিতির মুখে মানুষের পাশে থাকতে ফ্রি অক্সিজেন সরবরাহ কার্যক্রম শুরু করেছেন। এলাকার কেউ করোনা আক্রান্ত হয়ে শ্বাস কষ্টের সমস্যায় পড়লে তিনি সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে প্রস্তুতি গ্রহন করেছেন। এজন্য অক্সিজেন ব্যবহার করতে প্রশিক্ষণ প্রাপ্ত একজন গ্রাম ডাক্তার (আব্দুস সালাম) ও একজন প্রশিক্ষিত মহিলা (ঝর্না খাতুন) কে নিয়োগ দিয়েছেন। শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিলে জিম সেন্টারের (অক্সিজেন ব্যাংকের) স্বত্ত্বাধিকারী শেখ আছাফুর রহমান তার মুঠো ফোন ০১৭১৪-৬৭২৯৯৭ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের মোবাইল ফোনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন, অক্সিজেন ব্যাংকের অন্যতম পরিচালক ডাঃ সোহানা রহমান।
বুধহাটার আশির্বাদ ফ্রি অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ.ব.ম মোছাদ্দেক। আল. শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সম্পাদক ফারুক হোসেন ঢালী, বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক চন্দন দেবনাথ, অভিলাষ সরকার, ছবেদ সরদার, রুবেল হোসেন, শেখ শাওন, আল. আব্দুল গফুর, ছবেদ সরদার, সমিরণ চক্রবর্তী প্রমুখ।