মঙ্গলবার ● ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » রাজনীতি » হেলেনা কাণ্ডে বিপদে ৮৩টি ভুয়া লীগের তালিকা প্রকাশ: কঠোর অভিযান শুরুর নির্দেশ !
প্রথম পাতা » রাজনীতি »
হেলেনা কাণ্ডে বিপদে ৮৩টি ভুয়া লীগের তালিকা প্রকাশ: কঠোর অভিযান শুরুর নির্দেশ !
৩৮২ বার পঠিত
মঙ্গলবার ● ৩ আগস্ট ২০২১
হেলেনা কাণ্ডে বিপদে ৮৩টি ভুয়া লীগের তালিকা প্রকাশ: কঠোর অভিযান শুরুর নির্দেশ !
এস ডব্লিউ নিউজ: আওয়ামী বা লীগ কিংবা বঙ্গবন্ধু পরিবারের কারো নাম ব্যবহার করে গজিয়ে উঠা ভুয়া সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। এরকম ৮৩ টি সংগঠনের নাম পাওয়া গেছে। এ সংগঠনের নেতাদের এখন খোঁজা হচ্ছে, এদেরকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে,আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে একটি তালিকা দেয়া হয়েছে যে তালিকায় আওয়ামী লীগের বৈধ সংগঠনগুলোর নাম দেওয়া হয়েছে। সেই বৈধ সংগঠনের বাইরে যে সমস্ত সংগঠন আওয়ামী, লীগ বা বঙ্গবন্ধু পরিবারের নাম দেয়া হবে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃত সংগঠন হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামী মহিলা লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, মৎস্যজীবী লীগ। এছাড়াও নীতিগতভাবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ।মহিলা শ্রমিক লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ আওয়ামী লীগের নীতিগত অনুমোদন সংগঠন। এর বাইরে আওয়ামী লীগের সহযোগী কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন নাই।