

শুক্রবার ● ৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » সাহিত্য » মিঠে কড়া কথা
মিঠে কড়া কথা
প্রকাশ ঘোষ বিধান
মিঠে কড়া কথা গুলো
শুনতে মিস্টি লাগে
উগরে দেওয়া মনের গরল
পুড়ে মরে রাগে।
উচ্চ কথায় দোষ ডাকেনা
ছোট কথায় বড় মার
কুট চালে যতই ফাসাও
পেয়ে যাবে সে পার।
যতো পোড়াও আতশবাজি
হবে সব ছাই
নক্ষত্র উজ্বল সব সময়
দেখতে আমরা পাই।