সোমবার ● ৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » খুলনার শিয়ালি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি , উপসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠান, ভাংচুর ও লঠপাটের ঘটনায় কয়রা উপজেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের নিন্দা ও প্রতিবাদ
খুলনার শিয়ালি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি , উপসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠান, ভাংচুর ও লঠপাটের ঘটনায় কয়রা উপজেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের নিন্দা ও প্রতিবাদ
রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনাঃ
খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মহিলারা গত ৬আগষ্ট বিকাল ৬টার দিকে কির্তন করতে করতে শিয়ালি মহাশ্মশাণ মন্দিরে যাওয়ার পথে পার্শ্ববর্তী মসজিদের সামনে গেলে কির্তন করা নিয়ে উক্ত মসজিদের ঈমামের সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি আইন-শৃংখলা বাহিনী ও প্রশাসনের গোচরে আসলে ৮ আগষ্ট রবিবার স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে উভয় পক্ষকে নিয়ে মিমাংসা করার কথা ছিল। কিন্তু সাম্প্রদায়িক অপশক্তির প্ররোচনায় গত ৭আগষ্ট সন্ধ্যায় পার্শ্ববর্তী চাঁদপুর, বামনডাঙ্গা, শেখপুরা গ্রামের কয়েকশো লোক একযোগে হিন্দু অধ্যুশিত শিয়ালি গ্রামে অতর্কিত হামলা করে গ্রামের ৪টি বড় মন্দিরসহ ১০টি মন্দির, ৬টি দোকান ও ৫০/৬০টি বাড়ি-ঘর ভাংচুর, হামলা ও লুঠপাটের ঘটনা ঘটায়। এতে এলাকায় ভতি সন্ত্রস্ত ও আতংক বিরাজ করছে।
উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ও এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ভাংচুরকৃত বাড়ি-ঘর, উপসনালয় সহ ব্যবসা প্রতিষ্ঠানের পূণঃনির্মাণ ও লুঠপাটের ক্ষতিপূরণের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদ, কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দরা হলেন, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক ও সাংবাদিক অরবিন্দ কুমার ম-ল, সহ-সভাপতি মহাশিষ সরদার, প্রভাষক ও ইউপি সদস্য ত্রিনাথ ম-ল, কার্ত্তিক কুমার বিবেক, শিক্ষক অনুপম বৈরাগী, পলাশ রায়, সজল পালিত, শিক্ষক সুজয় মিস্ত্রী, সবুজ ম-ল ও সুধাংশু শেখর, সাধারন সম্পাদক শিক্ষক উদয় কুমার ম-ল, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক অভিজিৎ মহলদার, যুগ্ম আহবায়ক ইন্দ্রজিৎ বর্মণ, পবিত্র ম-ল, সুমন বিশ্বাস, অনিমেষ ম-ল, সদস্য সচিব সুদীপ সরকার, শিক্ষক লক্ষ্মণ সরদার, শিক্ষক বিদেশ ম-ল, এ্যাডঃ প্্রদীপ তরফদার, ডাঃ সুজিৎ কুমার বৈদ্য, ডাঃ দীপন কয়াল, প্রিয়তোষ বিশ্বাস, তন্ময় বিশ্বাস, নিমাই ম-ল, মুকুল বিম্বাস, নিরাপদ মু-া, পলাশ ঘরামী, শিক্ষক দেবানন্দ সরদার, শিক্ষক গনেশ ম-ল, শ্যামসুন্দর ম-ল, রামপ্রসাদ সরদার, উজ্জ্বল মু-া, কল্যাণ ম-ল, হরি কুমার নীলোৎপল, গৌতম ম-ল, সঞ্জিৎ মু-া, বলাই কৃষ্ণ সরদার, উজ্জ্বল পাল, শিশির বিশ্বাস, স্বপন বিশ্বাস, অমিত রায়, নদীয়া ম-ল, কৃষ্ণপদ সরদার, দেবাশিষ ম-ল, রাজীব কুমার, আনন্দ চক্রবর্তী, কমলেশ ম-ল, সৈকত সরকার, পলাশ কান্তি ম-ল, ধুর্জ্ঝ্যটি মাহাতো, ভজন মু-া, মণিমোহন ম-ল, মিলন ম-ল, প্রসেঞ্জিৎ মহলদার, রাকেশ বিশ্বাস, উদয় ম-ল, সুজন চক্রবর্তী, প্রবীর ম-ল, আশিষ সরকার, অজয় সরকার, গনেশ ম-ল, নীলোৎপল ম-ল, মলিন মু-া, মিঠুন ম-ল, নরোত্তম ম-ল, জয়দেব বরকন্দাজ, অনিমেষ বৈদ্য প্রমুখ।