শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » সারাদেশ » নির্যাতন বন্ধে বিশ্ব হিন্দু পরিষদের আল্টিমেটাম
নির্যাতন বন্ধে বিশ্ব হিন্দু পরিষদের আল্টিমেটাম
এস ডব্লিউ নিউজ: হিন্দুদের ওপর নির্যাতনের পুনরাবৃত্তি ঘটলে শতাধিক দেশে একযোগে কর্মসূচি ঘোষণা করবে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বৃহস্পতিবার ১২ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ আল্টিমেটাম দেন।
খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে ৭ আগস্ট মৌলবাদী সন্ত্রাসী হামলায় মন্দির, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিএইচপি সভাপতি ইঞ্জিনিয়ার শ্রী সহদেব চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী কপিল কৃষ্ণ মন্ডল।এ সময়ে তিনি বলেন, অতীতের কোনো ঘটনার বিচার না হওয়া, সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার নিশ্চয়তার প্রতি সরকারের উদাসীনতা ও অপরাধীদের উৎসাহিত করার কারণে এসব ঘটনা বারবার সংঘটিত হচ্ছে।
লিখিত বক্তব্যে শ্রী কপিল কৃষ্ণ মন্ডল বলেন, বিশ্ব হিন্দু পরিষদ এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ ইতিমধ্যে জাতিসংঘ, ইউরোপিয়ান কমিশনে পাঠিয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে এদেশের সংখ্যালঘুদের নির্যাতনের তথ্য পাঠানো হবে।
তিনি আরও বলেন, সরকার, প্রশাসন ও বিচার ব্যবস্থার ব্যবস্থার কাছে আমরা দাবি জানাই, খুলনার শিয়ালী গ্রামের ঘটনাসমূহ তদন্তপূর্বক দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
শ্রী কপিল কৃষ্ণ মন্ডল বলেন, আক্রান্তদের দ্রুত সহায়তা ও নিরাপত্তার পাশাপাশি সারাদেশের সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করতে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে। হিন্দু আইন, দেবোত্তর সম্পত্তি আইনসহ হিন্দুবিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না। এসব দাবি পূরণ না করলে এবং হিন্দু নির্যাতনের পুনরাবৃত্তি ঘটলে বিশ্ব হিন্দু পরিষদ ১০০টিরও বেশি দেশে একযোগে কর্মসূচি ঘোষণা করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শ্রী সুবীর কান্তি সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দেবব্রত নাথ জুয়েল, সেবা প্রমুখ শ্রী সমেন কুমার সাহা, কোষাধ্যক্ষ সাধন কুমার দাশ, দপ্তর সম্পাদক শ্রী বাদল সাহা, কার্যকরী সদস্য রবিন লাল, বিশিষ্ট সমাজসেবক শ্রী সোমনাথ দে, দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার ও হেড লাইন ত্রিপুরার ব্যুরো চীফ সুজন দে, পোস্তগোলা জাতীয় মহা শ্মশান কমিটির সাংগঠনিক সম্পাদক ডিকে সমীর, লিটন কৃষ্ণ দাশ প্রমুখ ।