রবিবার ● ১৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
এম. আব্দুল করিম, কেশবপুর থেকে:
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ আগস্ট রবিবার দিনব্যাপী চিত্রাংকণ প্রতিযোগিতা, কবিতা পাঠ, পুরস্কার বিতরণ, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, বিভিন্ন সরকারি বে-সরকারি ও সায়েত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে চিত্রাংকণ প্রতিযোগিতা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীগের বার বার নির্বাচিত সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহল আমিন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বে-সরকারি ও সায়েত্ত্বশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেন।