বৃহস্পতিবার ● ১৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যুবককে অপহরণের পর মুক্তিপন দাবী ; গ্রেফতার ১
পাইকগাছায় যুবককে অপহরণের পর মুক্তিপন দাবী ; গ্রেফতার ১
পাইকগাছায় ইকবল সরদার (২৭) নামের এক যুবককে অপহরণের ঘটনায় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ।অপহরণের পর মুক্তিপন দাবী করে আসছিল এই চক্রটি। থানা পুলিশের তৎপরতায় অপহৃত যুবককে মুক্তি দিয়েছে চক্রটি। ১৮ আগস্ট বুধবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থেকে অপহরণ চক্রের সদস্য ইকবাল হোসেন উজ্জল (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কালিগঞ্জ থানার শংকরপুর গ্রামের মোঃ ইসরাফিলের ছেলে।
তাকে আটকের কিছুক্ষণ পরে অপহৃত যুবক ইকবল সরদারকে কালিগঞ্জ থানার সামনে রেখে চলে যায় অপহরণ চক্রের সদস্যরা। ইকবল সরদার পাইকগাছা থানার উত্তর আমিরপুর গ্রামের মোঃ শাহাজান সরদারের ছেলে।
পুলিশ জানায়, গত ১৫ আগস্ট দুপুর ১ টার দিকে ইকবাল হোসেনকে পাইকগাছার কাশিমনগর থেকে অপহরণ করে কয়েকজন ব্যক্তি। পরে তারা ইকবল সরদারের বাবা মোঃ শাহাজান সরদারের নিকট ছেলের মুক্তিপন হিসেবে ১ লাখ ১০ হাজার টাকা দাবী করে। তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশের তৎপরতায় অপহরণকারী ইকবাল হোসেন উজ্জলকে আটকের কিছুক্ষণ পরে অপহৃত যুবক ইকবাল সরদারকে মুক্ত করে দেয় চক্রের বাকি সদস্যরা। এ ঘটনায় মোঃ শাহাজান সরদার বাদী হয়ে থানায় একটি অপরণ মামলা দায়ের করেছেন।
এ মামলার বাকি দুই আসামী হলেন, কালিগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের মোসলেমের ছেলে মোঃ ইয়াছিন (৩৫) ও কয়রা থানার হায়াতখালী গ্রামের গফফার গাজীর ছেলে ফারুক গাজী(৩২)।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো:এজাজ শফি বলেন, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যহত আছে।