শনিবার ● ২৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলা » গদাইপুর ফুটবল খেলার মাঠের বেহাল অবস্থা
গদাইপুর ফুটবল খেলার মাঠের বেহাল অবস্থা
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছাঃ পাইকগাছার গদাইপুর খেলার মাঠটি দীর্ঘ বছর ধরে সংস্কার না করায় বিহাল অবস্থা হয়ে পড়েছে। মাঠের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে গেলে দেখলে মনে হবে ছোট বড় ডোবা। আবার পনি শুকালে মনে হবে হালচাষ করা কোন ক্ষেত। সম্প্রতি মাঠের উত্তর পাশের গোল পোষ্টটি ভেঙ্গে পড়েছে। সবকিছু মিলিয়ে মাঠে খেলার পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে।
বর্তমান সময়ে প্রতিদিনই সকার বিকাল মাঠে ফুটবল খেলা চলছে। কোন কোন সময় সারাদিনই পাঠে খেলা চলে। দুটি দলের খেলার শেষ হওয়ার অপেক্ষায় আরও দুটি দল বসে থাকে। এ ভাবে সারাদিন ধরে মাঠে খেলা চলছে। মাঠের যেন কোন বিরাম নেই। তাছাড়াও মাঠে ফুটবল খেলা টুনামেন্টও অনুষ্ঠিত হচ্ছে। সবকিছু নিয়ে গদাইপুর খেলার মাঠ এখন সরগম। স্থানীয় ও বাহিরের দর্শকরা ফুটবল খেলা দেখতে মাঠে ভিড় জমাচ্ছে। তবে মাঠের খেলার পরিবেশ বিপন্ন হওয়ায় খেলোয়াররা ঝুঁকি নিয়ে মাঠে খেলা করছে। মাঠে সৃষ্ট ছোট বড় ডোবায় পড়ে গিয়ে ঝিল বা পাথরে কেঁটে অনেকে আহত হচ্ছে। তাছাড়া উত্তর পাশের গোল পোষ্ট না থাকায় বাঁশ ও রশি দিয়ে গোল পোষ্ট তৈরী করে খেলোয়াররা ফুটবল খেলছে। মাঠের প্রতিদিনের খেলোয়ার হাসিবুর, মারুফ, রিয়াজ, কামরুলসহ খেলোয়াররা জানান, মাঠটি দীর্ঘদিন সংস্কার না করায় মাঠে খেলার পরিবেশ নষ্ট হয়ে গেছে। মাঠে পড়ে গিয়ে অনেক সময় ছোট খাটো দুর্ঘটনা ঘটছে।
গদাইপুর ফটবল খেলার মাঠটি দক্ষিণাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসাবে পরিচিত। এ মাঠে ফটুবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন প্রকার খেলা অনুষ্ঠিত হয়। তাছাড়া প্রতি বছর চড়ক পূজার মেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। যাহা দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী মেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। ঐতিহ্যবাহী মাঠটি যাহাতে অতিসত্ত্বর সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনা যায় তার জন্য বর্তমান খেলোয়ারবৃন্দ, প্রাক্তন খেলোয়ার, ক্রড়ীমাদি ও এলাকার বিশিষ্টজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।