বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সুন্দরবন » পাইকগাছার কপোতক্ষ নদে জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে
পাইকগাছার কপোতক্ষ নদে জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছাঃ পাইকগাছার কপোতাক্ষ নদে জেলেদের জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে। শুশুকটি বুধবার রাতে উপজেলার রাড়–লী স্টিমার ঘাট নামক এলাকায় জেলেদের পাটা জালে আটকা পড়ে। তালার উপজেলার খেশরা গ্রামের আলাউদ্দীনের জালে পড়ে শুশুকটি মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। ভোর বেলায় আলাউদ্দীন জাল থেকে তুলতে যেয়ে দেখে জালে জড়িয়ে শুশুকটি মারা গেছে। সে জাল থেকে শুশুকটি ছাড়িয়ে রাড়–লী পাড়ে কপোতাক্ষের চরে ফেলে রেখে যায়। নদের পূর্বপাড় রাড়–লী পশ্চিমপাড় তালা উপজেলার খেশরা গ্রাম। শুশুকটি দেখার জন্য উৎসুক জনাতার ভীড় দেখা যায়। দুপুরে স্থানীয় বালি শ্রমিকরা শুশুকটিকে নদের পানিতে ভাসিয়ে দেয়।
শুশুক স্বাদুপানির বিপন্ন স্তন্যপায়ী প্রাণী। শুশুকের পিঠের দিকে ধুসর ও পেটের দিকে সাদাটে। ডলফিন আর শুশুক ঠিক একনয়। আকৃতি ও প্রকৃতির দিক দেয় সামান্য পার্থক্য হলেও শুশুক ইরাবতি ডলফিনের সম্প্রদায়ের অর্ন্তভুক্ত। শুশুক স্তান্যপায়ী প্রাণী হওয়ায় তাকে শ্বাস নিতে পানির উপরে আসতে হয়। বিপন্ন প্রজাতির এই প্রাণীটি সুন্দরবন এলাকায় আবাসস্থল হলেও মাঝে মধ্যে খাবারের সন্ধানে কপোতাক্ষ বা শিবসা নদীতে আসে।