সোমবার ● ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পর্ণগ্রাফি আইনে বাবলু গ্রেপ্তার
পাইকগাছায় পর্ণগ্রাফি আইনে বাবলু গ্রেপ্তার
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় পরস্ত্রীদের সাথে অসমাজিক কাজ করে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় তাপস ব্যানার্জী (বাবলু) এর নামে থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ইলেক্ট্রিশিয়ান মিস্তি তাপস ব্যানার্জী (বাবলু) ৪৬ কে আটক করেছে। সে উপজেলার মঠবাটী গ্রামের মৃত কিরণ ব্যানার্জীর ছেলে। একই গ্রামের সমীরণ মুখার্জীর স্ত্রীর সাথে নানা কৌশলে অবৈধ মেলা মেশা করে তা ভিডিও ধারণ করে। গত ১৬ আগষ্ট রাতে আবারও একই উদ্দ্যেশ্য তার কাছে যায়। তাকে কোন অবৈধ সুযোগ না দিতে চাওয়ায় ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করে। ভিকটিম তাকে কোন সুযোগ না দিয়ে তাকে তাড়িয়ে দেয় এবং তার স্বামীকে ঘটনাটি জানায়। এরপর বাবলুর কাছে থাকা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রোববার রাতে থানায় ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনে মামলা হয়। সোমবার ভোর সাড়ে ৫ টায় নিজ বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। থানার মামলা নং- ৫। সে এলাকার একাধিক মহিলার সাথে এভাবে অসামাজিক কর্মে লিপ্ত থেকে তা ভিডিও ধারণ করে একই ভাবে ছড়িয়ে দিয়েছে। ধৃত বাবলু একজন চরিত্রহীন ব্যক্তি যা ভিডিও গুলোতে দেখা যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাকবীর হোসেন জানান, তদন্তপুর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওসি তদন্ত স্বপন রায় জানান, তার বিরুদ্ধে আরও অনেক মহিলার সাথে এ ধরনের জঘন্য অপরাধের অভিযোগ রয়েছে। বাবলুকে গ্রেপ্তার করে আইনে প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।