বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছায় পূজা পরিষদের সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন
পাইকগাছায় পূজা পরিষদের সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন
পাইকগাছা =পাইকগাছায় জমির বিরোধে থানায় জিডি সহ সংবাদ সম্মেলনে আনীত মাকছুদুরের অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আ`লীগের সিনিয়র সহ সভাপতি সমীরন কুমার সাধু লিখিত বক্তব্যে বলেন, গত ১১ ই আগস্ট হিতামপুর মৌজার এস এ ৩৭৮ খতিয়ানের রেকর্ডীয় মালিক মুকুল মোড়ল দিংদের কাছ থেকে ১ একর ৩৩ শতক সম্পত্তি সর্বোচ্চ মুল্যে ক্রয় করে নিজের অনুকুলে নিয়েছে। এ সম্পত্তির বর্তমান হাল সন পর্যন্ত কর খাজনা পরিশোধ রয়েছে। কিন্তু পূর্বের অবৈধ দখলদার হিতামপুরের হাবিব মোড়লের ছেলে মাকছুদুর রহমান দীর্ঘদিন যাবত হারীর টাকা না দিয়ে ভোগ দখল করে আসছিল। বর্তমানে সে দখলচুত্য হয়ে আমার রাজনৈতিক ও সমাজে মান সন্মান ক্ষুন্ন করতে সংবাদ সম্মেলন করে মনগড়া মিথ্যা তথ্য তুলে ধরেছে। এমনকি ১৬ ই আগস্ট আমি সহ মুকুল মোড়ল ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলে মাকছুদুর রহমান একটি জিডি করে, যার নং ৯৪০। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্হল তদন্ত করে অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে রিপোর্ট দিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি, মাকছুদুর রহমানের সকল আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তথ্যের ভিত্তিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহব্বান জানান। এ সময় প্রশ্নের জবাবে `আলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করে বলেন, জায়গা জমি ব্যক্তিগত বিষয় কিন্তু আওয়ামীলীগ ও পূজা উদযাপন পরিষদকে জড়িয়ে মাকছুদুর রহমানের কথিত অভিযোগের তিনি নিন্দা জানান। ।এ সময় উপস্হিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের জেলার নেতা সাবেক উপধ্যাক্ষ রমেন্দ্র নাথ সরকার, উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও আওয়ালীগের যুগ্ম সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, নির্মল অধিকারী, বিভুতি ভুষন সানা, বাবুরাম মন্ডল, জগদীশ রায়, পিযুষ সাধু, উত্তম কুমার সহ অনেকে।