শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বঙ্গবন্ধু যাত্রা শিল্পী ঐক্য পরিষদের কমিটি গঠন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বঙ্গবন্ধু যাত্রা শিল্পী ঐক্য পরিষদের কমিটি গঠন
৩৯১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বঙ্গবন্ধু যাত্রা শিল্পী ঐক্য পরিষদের কমিটি গঠন

 

 

 পাইকগাছা---প্রতিনিধি: যাত্রা শিল্পকে বাঁচাতে বহুদিন পর পাইকগাছায় নবীন-প্রবীন যাত্রা শিল্পীরা একত্রিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পৌরসভাস্থ সরল টাউন স্কুলে এসব শিল্পীরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু যাত্রা শিল্পী ঐক্য পরিষদের ব্যানারে ত্রী বার্ষিক সন্মেলন-২১ সম্পন্ন করেছেন। সন্মেলনে খ্যাতনামা যাত্রা শিল্পী মুক্তিযোদ্ধা জি,এম,জামির হোসেন সভাপতি, শিবপদ মন্ডল  সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডলকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা বঙ্গবন্ধু যাত্রা শিল্পী ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়। সন্মেলনে বীর মুক্তিযোদ্ধা জি,এম, জামির হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আশাশুনির রাজমহল অপেরার মালিক মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, অজয় সরকার,যাত্রা লক্ষী চন্দ্রা ব্যানার্জী,কন্ঠ শিল্পী কৃষ্ণা ব্যানার্জী, প্রশান্ত কুমার,শিবপদ মন্ডল, বিজন বিহারি সরকার,গাজী শহিদুল ইসলাম,গাজী মিজানুর রহমান,প্রভাষক বিকাশ চন্দ্র মন্ডল, প্রশান্ত শীল,সুনিতা রানী রায়,প্রভাষক শংকর সরকার,প্রশান্ত কৃমার টুলু,রেবা চক্রবর্তী,দ্বীপী রানী,দেবাশীষ সহ অনেকে।সন্মেলনে পোড় খাওয়া শিল্পীরা  বলেন, বাঙালী শিল্প-সংস্কৃতির সঙ্গে অঙ্গা-অঙ্গি মিশে আছে যাত্রা শিল্প। কিন্তু যাত্রা জগৎ আজ ধ্বংশের দারপ্রান্তে পৌছিয়েছে। চর্চা না থাকায় নতুন শিল্পী তৈরী হচ্ছেনা। গত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে জঙ্গীবাদের উর্থান ঘটায় সারা দেশে যাতা শিল্প মুখ থুবড়ে পড়ে। অভাব অনাটনে পড়ে শিল্পীরা অনেকে পেশার বদল ঘটায়। এর পর মহামারী করোনাকালে পরিস্থিতি অবস্থা আরও খারাপ হয়েছে। শিল্পীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা করে জানান,করোনাকালে সরকার সারা দেশের ন্যায় পাইকগাছার যাত্রা শিল্পীদের জন্য বড় অংকের অর্থ বরাদ্দ দিয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)