বৃহস্পতিবার ● ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউএনও’র সরকারী মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবী
পাইকগাছায় ইউএনও’র সরকারী মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবী
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসারের সরকারী মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী বাদী হয়ে থানায় জিডি করেছেন। সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন, সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সরকারী মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি কল করে বলে তার ইউনিয়নের জন্য জেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ আছে। দ্রুত এটা উঠাতে হবে। ৩০ হাজার টাকা নিয়ে আসেন। একই ভাবে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, রাড়ুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারের কাছে চাঁদা দাবী করা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন,আমার কাছে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা জানালে আমি বিষয়টি অবগত হই এবং থানায় প্রশাসনিক ভাবে অফিস সহকারী উত্তম কুমার কুণ্ড বাদী হয়ে থানায় জিডি করেছেন৷