রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » বিবিধ » সাগরদাঁড়ী মধুপল্লী পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
সাগরদাঁড়ী মধুপল্লী পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
এম. আব্দুল করিম, কেশবপুর থেকে:
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভুমি মধুপল্লী ও কপোতাক্ষ নদে কবির বিদায়ী ঘাট পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার এনডিসি মোহাম্মাদ ইসমাইল হোসেন ।
শনিবার বিকালে বিভাগীয় কমিশনার মধুপল্লিতে উপস্থিত হলে মধুপল্লির কাস্টোডিয়ান আইরিন পারভীন তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এবং মুফতি তাহেরুজ্জামান তাসু সম্পাদিত মধুসূদন স্মৃতি এ্যালবাম দিয়ে তাকে সম্মানিত করেন মুফতি তাহেরুজ্জামান তাসু।
পরে তিনি মধু কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন। বিশেষ করে মধুপল্লীর ভেতর অবস্থিত মধুসূদন মিউজিয়ামে সংরক্ষিত কবি পরিবারের ব্যবহারিত বিভিন্ন জিনিস পত্র ও প্রতœতত্ত্ব ঘুরে দেখেন। এছাড়া কবির প্রসূতি স্থান, কবির পারিবারিক পুকুর ঘাট, অন্দরমহল, কপোতাক্ষ নদে কবির বিদায়ী ঘাট ও বাদাম তলা, ডাকবাংলোসহ কপোতাক্ষ পাড়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত পার্ক পরিদর্শন করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি তার সফর সঙ্গীসহ মধু কবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে ১ঘন্টার নৌকা ভ্রমণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পিএসটু কমিশনার মাহমুদুর রহমান, মেয়ে রিমঝিম, প্রাণী সম্পাদ মন্ত্রনালয়ের উপসচিব হাবিবুর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত হোসেন, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও সাগরদাঁড়ী মধুপল্লীর কাস্টোডিয়ান আইরিন পারভীন প্রমুখ।