সোমবার ● ২০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছায় ছেলের কোলে চড়ে মা দিলেন ভোট
পাইকগাছায় ছেলের কোলে চড়ে মা দিলেন ভোট
এস ডব্লিউ নিউজ:পাইকগাছায় ইউপি নির্বাচনে ছেলের কোলে চড়ে মা ভোট দিলেন। সকাল থেকে ভারী ও একটানা গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বয়োজ্যেষ্ঠ মানুষ ভোট দিতে আসেন।সকাল প্রায় ১০টায় গদাইপুর ইউনিয়ানের গদাইপুর মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ছেলে নজরুল গাজীর কোলে চড়ে বৃদ্ধা মা অরুনা বিবি(৭৮) ভোট দিলেন।বৃদ্ধা অরুনা বিবি বলেন,এই বয়ষে কেন্দ্রে এসে নিজে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।সকাল থেকে ভারী ও একটানা গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।গদাইপুর কেন্দ্রের ভোট ছিল উৱসব মুখর।নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যরা। পাইকগাছা উপজেলায় ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ হচ্ছে ৯টি ইউনিয়ন সোলাদানা, রাড়ুলী, গড়ইখালী, গদাইপুর, চাঁদখালী, দেলুটি, লতা, লস্কর ও কপিলমুনি ।