মঙ্গলবার ● ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » নারী ও শিশু » সাতক্ষীরায় একমাত্র স্বতন্ত্র নারী ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা
সাতক্ষীরায় একমাত্র স্বতন্ত্র নারী ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা
এস ডব্লিউ নিউজ: সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে গতকাল ২০ সেপ্টেম্বর। সদ্য সমাপ্ত এই নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশাখা তপন সাহা। তিনি কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অটোরিক্সা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।
বিশাখা তপন সাহার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের শামসুদ্দিন আল মাসুদ বাবু। নির্বাচনে নৌকা প্রতীকের শামসুদ্দিন আল মাসুদ বাবুকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিশাখা তপন সাহা জয়ের মালা পরেছেন। নবনির্বাচিত বিশাখা তপন সাহার স্বামী তপন সাহা ছিলেন একই ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান। তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের হাজারো জনতা।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিশাখা তপন সাহা বলেন, তিনি জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন। জনগণই তাকে ক্ষমতা দিয়েছে। তাই জনগণের সুখ-দু:খের সাথী হিসেবে তিনি আজীবন জনসেবামূলক কাজ করে যাবেন। বিশেষ করে ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তুলবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।