শনিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩
পাইকগাছায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় দুটি ইউনিয়নে ৩ জন আহত হয়েছে। আহতরা পাইকগাছা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অভিযোগ হয়েছে। অভিযোগে জানাযায়, উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য পদে ঘুড়ি প্রতিকের প্রার্থী রবিন্দ্র নাথ অধিকারীর কাছে ফুটবল প্রতিকের প্রার্থী আজিজ বিশ্বাস পরাজিত হয়। পরবর্তীতে আজিজ বিশ্বাসের ছেলে জলিল বিশ্বাসের নেতৃত্বে রবিদ্র নাথ অধিকারীর কর্মি-সমার্থক একই এলাকার জব্বার বিশ্বাসের ছেলে অজিয়ার বিশ্বসকে কপিলমুনি বাজারস্থ সুজিতের বেকারীর সামনে মারপিট করে আহত করে। পরে একই এলাকার নেছার শেখের পুত্রসুমন শেখেকে বাড়িতে না পেয়ে তার ঘরের টিন ভাংচুর করে।
অপরদিকে গত শুক্রবার সকালে রাড়ুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান ও নবনির্বাচিত ইউপি সদস্য পীযূষ কান্তি দাশ (বাপ্পি) নির্বাচিত হওয়ার পর নির্বাচনী প্রতিপক্ষ প্রার্থীর সমার্থক পূর্ব কাঁটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী অসিত কুমার ঢালী ও তার বৃদ্ধা মাকে মারপিট করে আহত করে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য আহতদের সাতক্ষীরা মেডিকেল পাঠানো হয়েছে বলে জানাগেছে।
কপিলমুনি ইউপির পরাজিত প্রার্থী আজিজ বিশ্বাস জানান, আমার লোকজন তাদেরকে মারপিট করেনি। কে বা কাহারা মারপিট করেছে আমার জানা নেই।
রাড়ুলী ইউপির নবনির্বাচিত ইউপি সদস্য পীযূষ কান্তি দাশ (বাপ্পি) বলেন, নৈশপ্রহরী অসিত কুমার ঢালী আমার দল করেনি। কার দল করেছে সেটা আমার জানা নেই। তবে আমার লোকজন অসিত ও তার মাকে মারপিট করেনি।
ওসি তদন্ত জিয়াউর রহমান জিয়া বলেন, কপিলমুনি ইউনিয়ন ও রাড়ুলী ইউপির সদস্য প্রার্থীর কর্মী-সমার্থকদের মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি। স্ব স্ব ইউনিয়নের ক্যাম্প পুলিলকে নিরসনের জন্য দায়িত্ব দিয়েছি। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।