শুক্রবার ● ১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার পৌরসভা সংলগ্ন শিবসা নদী দখল করে ধান চাষ
পাইকগাছার পৌরসভা সংলগ্ন শিবসা নদী দখল করে ধান চাষ
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভা সংলগ্ন শিবসা নদীর চর ভরাটি জায়গা দখল করে ধান রোপন করছে ভুমি দস্যুরা। পাইকগাছা উপজেলা ও পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত শিবসা নদীর চর ভরাটি জায়গা দখল প্রতিযোগিতায় নেমেছে ভূমি দস্যুরা। পানি উন্নয়ন বোর্ডের পাশে শিবসা নদী দখল করে ধান রোপন করা হচ্ছে। তৈরী করছে ভবন, মাছের ঘের, বসত বাড়ী ও পুকুর। যার বিশাল বিশাল অংশ দখল করে অনেকেই গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। নেমেছে অবৈধ দখলের প্রতিযোগিতায়। এখন চলছে ধান রোপনের প্রতিযোগিতা। ভিলেজ পাইকগাছার মোহর আলী গাজী ও আব্দুল গাজী শিবসা নদীর মাঝখানে প্রায় ১৫ বিঘা দখল করে নিয়েছে। কছেশ বছর আগে শিবসা নদী দিয়ে নৌকা, লঞ্চ, স্টিমার, কারগো চলাচল করতো। নদীতে জোয়ার ভাটা ছিল প্রবল। কালের পরিক্রমায় অল্প সময়ের মধ্যে পলি পড়ে শিবসা নদী ভরাট হয়ে গেছে। আর এখন পলি পড়ে শিবসা নদী ভরাট হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে। এ ব্যপারে পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু জানান, এ ভাবে সরকারী নদী ভরাটি জমি অবৈধভাবে দখল করা খুবই অপরাধ। দখলকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হক বলেন,সরকারী জায়গা দখল করে নেয়ার কারো কোন সুযোগ নেই। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে দখল মুক্ত করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি আমি অবগত নই। সার্ভেয়ারকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। এমন কোন ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়া হবে।