শনিবার ● ২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » বিবিধ » মোংলায় আন্তর্জাতিক অহিংস দিবস পালন
মোংলায় আন্তর্জাতিক অহিংস দিবস পালন
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ ( পিএফজি ) এর আয়োজনে ২ অক্টোবর শনিবার সকালে মোংলায় পোর্ট স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১২টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার সমন্বয়কারী সুজন সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকন উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, জাতীয় পার্টির নেতা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, সিপিবি নেতা নাজমুল হক, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান, নারীনেত্রী কমলা সরকার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর সারাবিশ্বে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়। বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। অহিংস নীতিতে উদ্বুদ্ধ হয়েই আমাদের রাজনৈতিক, সামাজিকসহ দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করতে হবে।