মঙ্গলবার ● ২৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ » কয়রায় পুকুরে বাবা-মা ও মেয়ের লাশ;পুলিশ হেফাজতে ৪জন
কয়রায় পুকুরে বাবা-মা ও মেয়ের লাশ;পুলিশ হেফাজতে ৪জন
এস ডব্লিউ নিউজ: কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের নিকটে একটি পুকুরে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৬ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ীর পাশের পুকুরে ভাসমান অবস্থায় এসব মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহাদাৎ হোসেন।
নিহতরা হলেন, বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজীর পুত্র হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও একমাত্র কন্যা হাবিবা খাতুন টুনি (১৩)।
কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহাদাৎ হোসেন বলেন, বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি এবং তাদের সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যা শিশু টুনির লাশ ভেসে ওঠে পুকুরে। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাবিবুল্লাহ পেশায় একজন দিনমজুর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে লাশ গোপনের চেষ্টা করা হয়েছে।
পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার ২৬ অক্টোবর দুপুরে আটক করে তাদের থানায় আনা হয়েছে ।তারা হলেন- সুলতানা (২৫), নাঈম (২২), জিয়া (২৭) ও কিবরাল (৩০)।
থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শাহাদাৎ হোসেন আরও জানান, এই হত্যার ঘটনায় তদন্ত চলছে। হত্যার নেপথ্যে বেশ কিছু ক্লু জানা গেছে। সেগুলো নিয়েই তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে নারীসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুকুরের পাশে থাকা ঘরে বাবা হাবিব ও মেয়ে টুনিকে কুপিয়ে ও মা বিউটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনা আড়াল করতে লাশ পুকুরে ফেলা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখনো মামলা হয়নি।