বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » সাহিত্য » ২০২১ সালে কাজী ইমদাদুল হক সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. স.ম বাবর আলী ও প্রফেসর ড. সন্দীপক মল্লিক
২০২১ সালে কাজী ইমদাদুল হক সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. স.ম বাবর আলী ও প্রফেসর ড. সন্দীপক মল্লিক
পাইকগাছা প্রতিনিধিঃ সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা লেখক এ্যাড. স.ম বাবর আলী ও শিক্ষাবিদ, গবেষক, কবি ও সংগীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক কাজী ইমদাদুল হক সম্মাননায় মনোনিত হয়েছেন। সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছার গদাইপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। ৪ নভেম্বর ২০২১ বৃহষ্পতিবার কাজী ইমদাদুল হকের ১৪০তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠান পাইকগাছা উপজেলা পরিষদ মিলানয়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক সম্মাননা পদক প্রদান করা হচ্ছে।