বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ১৮ নভেম্বর রাস পূজা ও ১৯ নভেম্বর পুণ্যস্নান অনুমতি মিলছে না দেশি-বিদেশি পর্যটকদের
১৮ নভেম্বর রাস পূজা ও ১৯ নভেম্বর পুণ্যস্নান অনুমতি মিলছে না দেশি-বিদেশি পর্যটকদের
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
প্রকৃতির এক অপরুপ সৃস্টি সুন্দরবন ও বঙ্গোপসাগরের পাড়ে দুবলার চরে সনাতন ধর্মালম্বীদের এবারে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।
তবে করোনার কারণে এবারও হচ্ছে না শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব বা রাস মেলা।আর সেখানে যেতে পারবে শুধুমাত্র সনাতন ধর্মালম্বীরা। অন্য কোন ধর্মের লোক বা দেশীবিদেশি কোন পর্যটক ও যেতে পারবে না দুবলার চরের অনুষ্ঠিত রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে।
সুন্দরবনের দুবলার চরে আগামী ১৮ নভেম্বর রাস পূজা ও ১৯ নভেম্বর ভোরে বঙ্গোপোসাগরে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মালম্বীদের পুণ্যস্নান।এই তথ্য নিশ্চিত করেছেন বন বিভাগ।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন দুবলার চরে করোনা পরিস্থিতির কারনে গত বছরের মতো এবারও শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব বা রাসমেলা অনুষ্ঠিত হবেনা। তবে সনাতন ধর্মালম্বীদের রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এছাড়া দেশীবিদেশী পর্যটক বা অন্য কোন ধর্মের লোক দুবলার চরের রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে যেতে পারবেনা। দুবলার চরের রাস উৎসব বা মেলা কমিটির সদস্যদের সাথে সভা করে এমন সিদ্ধান নেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন এবারে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে ১৭ নভেম্বর সকালে মোংলা থেকে রাস পূজা উপলক্ষে সুন্দরবনের আলোরকোলের দুবলার চরের উদ্দেশে নৌযানে করে সুন্দরবন বিভাগের অনুমতিপত্র নিয়ে যাত্রা করবেন আয়োজকরা।শুধুমাত্র সাতক্ষীরা ও খুলনার নির্দিষ্ট নৌপথ ব্যবহার করে সেখানে যেতে পারবেন সনাতন ধর্মের পুণ্যার্থীরা।
আগামী ১৮ ও ১৯ নভেম্বর সনাতন ধর্মালম্বীদের পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠানে অবশ্যই সকল সনাতন পুণ্যার্থীদের করোনাভাইরাস এর কারনে স্বাস্থ্যবিধি রক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে বলেও জানান তিনি।
করোনা পরিস্থিতির কারনে এ বছর সহ পর পর ২ বার হচ্ছে না দুবলার চরের রাস মেলা। পূজা ও পুণ্যস্নান এর মাধ্যমেই শেষ করতে হচ্ছে সনাতন ধর্মের এ উৎসব।