সোমবার ● ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » সারাদেশ » যশোরের কেশবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের বিরুদ্ধে মানবন্ধন
যশোরের কেশবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের বিরুদ্ধে মানবন্ধন
এম. আব্দুল করিম, কেশবপুর থেকে:
সারাদেশে অব্যাহত মন্দিরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিররুদ্ধে যশোরের কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রবিবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন সারাদেশে অব্যাহত মন্দিরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিররুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা কোন দলের নয়। তারা এদেশের শত্রু, মানুষের শত্রু, তাদের বিরুদ্ধে শোচ্চার হতে হবে। এরা যেন আইনের ফাকদিয়ে বেরিয়ে যেতে না পারে, আবার নিরহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, অধ্যক্ষ ফসিয়ার রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতা প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, সুপ্রভাত বসু, বাবুর আলী গোলদার, আমিনুর রহমান বুলবুল, কামরুজ্জামান, ইউনুস আলী ও রবিউল ইসলাম প্রমুখ।