বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সন্ধ্যায় পূজা কাল ভোরে সমুদ্রের জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস
সন্ধ্যায় পূজা কাল ভোরে সমুদ্রের জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে বঙ্গপোসাগরের মোহনায় আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সনাতন হিন্দু ধমার্লম্বিদের রাস পূর্ণিমায় ঐতিহাসিক রাসপুজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে সমুদ্রের জোয়ারের পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন হিন্দু ধমার্লম্বীদের রাস পূজা।
এবারের রাস পূর্ণিমার রাসপুজা ও রাস পূর্ণ স্নানে অংশ নিতে হাজার হাজার সনাতন হিন্দু
ধমার্লম্বিরা এখন অবস্থান করছেন সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকতা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন,করোনা মহামারীর কারনে এবারেও রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানের জন্য সীমিত পরিসরে দর্শনার্থীদের অনুমতি দেয়া হয়েছে। শুধুমাত্র সনাতন ধমার্বলম্বলীদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। অন্য ধর্মের কোন লোকজনকে অনুমতি দেয়া হয়নি।
তিনি আরো বলেন জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বন বিভাগের অনুমতি পত্র নিয়ে এবার রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানে যেতে হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের। বন বিভাগের নির্দিষ্ট ৫ নৌপথ দিয়েই যেতে হয়েছে সকল দর্শনার্থীদের। তবে, এবার রাস পূর্ণিমার পূর্ণ স্নান- রাসপুজার অনুমতি দেয়া হলেও করোনার কারনে রাস মেলা অনুমতি দেয়া হয়নি বলেও জানান তিনি।