বৃহস্পতিবার ● ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরে ১১ কলেজের পরীক্ষার্থীকে করোনার টিকা প্রদান
কেশবপুরে ১১ কলেজের পরীক্ষার্থীকে করোনার টিকা প্রদান
এম. আব্দুল করিম, কেশবপুর থেকে:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে যশোরের কেশবপুরে কলেজ শিক্ষার্থীদেরকে টিকা প্রদান করা হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে প্রথম দিনেই ১১টি কলেজের ৯৩০ জন শিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। করোনার টিকা গ্রহন করে এসব শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
বুধবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। উপজেলার ১১টি কলেজের ১ হাজার ৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনেই ৯৩০ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। টিকা পেয়ে পাঁজিয়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, টিকা পেয়ে সাহসের সঙ্গে পরীক্ষা দিতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেনের পরিচালনায় টিকাদান কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, হাজি আব্দুল মোতালেব মহিলা কলেজের অধ্যাপিকা জিন্নাতুল ফেরদৌস, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক বাণিজ্য কলেজের অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য প্রমুখ।