সোমবার ● ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কয়রায় বাজার পরিচালনার ক্ষেত্রে করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি রোধে প্রশিক্ষণ
কয়রায় বাজার পরিচালনার ক্ষেত্রে করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি রোধে প্রশিক্ষণ
রামপ্রসাদ সরদার, কয়রা;
কয়রায় নবযাত্রা প্রকল্পের আয়োজনে ৬নং কয়রা গড়িয়াবাড়ী লঞ্চঘাট বাজারে বাজার পরিচালনার ক্ষেত্রে করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি রোধে করোনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর সোমবার সকাল ১০.৩০ টায় ৬নং কয়রা গড়িয়াবাড়ী লঞ্চঘাট বাজারের অস্থায়ী কর্যালয়ে উইনরক ইন্টারন্যাশনাল, নবযাত্রা প্রকল্পের আয়োজনে বাজার পরিচালনা কমিটির সভাপতি অরবিন্দ কুমার মণ্ডলের সভাপতিত্বে বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং সব্জী, মাছ, মাংস ও পশু-পাখি বিক্রেতাদের নিয়ে বাজার পরিচালনার ক্ষেত্রে করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি রোধে করোনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উইনরক ইন্টারন্যাশনাল, নবযাত্রা প্রকল্প কয়রার এমডিসি মোঃ আলাউদ্দীন, পিবিএমএফ দেবাশীষ মণ্ডল, শাকবাড়ীয়া বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগাঠনিক সম্পাদক মোঃ সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ সুব্রত কুমার মণ্ডল, সমাজকল্যাণ সম্পাদক গৌতম কুমার বাপ্পী প্রমুখ।
প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন ৬নং কয়রা গড়িয়াবাড়ী লঞ্চঘাট বাজারের সব্জী, মাছ, মাংস, ডিম ও পশু-পাখি বিক্রেতাগণ।