বুধবার ● ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চিত্রবিচিত্র » পাইকগাছায় মানবেতর জীবন যাপন করছে বুদ্ধিপ্রতিবন্ধী পলাশ মুন্সী
পাইকগাছায় মানবেতর জীবন যাপন করছে বুদ্ধিপ্রতিবন্ধী পলাশ মুন্সী
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ঃ পাইকগাছায় বুদ্ধিপ্রতিবন্ধী বৃদ্ধ মুন্সী মাসুদুজ্জামান পলাশ (৬১) দীর্ঘদিন যাবৎ মানবেতর জীবন যাপন করছে। খুবই নিন্মমানের জীবন যাপন করে জীবন যুদ্ধে লড়াই করছেন তিনি। ছোট ভাইয়ের সংসারে খাওয়ার ব্যবস্থা হচ্ছে ঠিকই কিন্তু রাত পার হয় তার এক কঠিন সময়ের মধ্যে দিয়ে। তিনি থাকেন হাঁস-মুরগীর ঘর বা নিচু খুপড়ি ঘরে। যার ভিতরে আসা-যাওয়া করতে হয় হামাগুড়ি দিয়ে। খোলা আকাশের নিচে প্রায় হাটু সমান উঁচু পলিথিন, চটের বস্তা, ভাঙ্গা ইট ও বাঁশ দিয়ে তৈরী করেছেন তার থাকার ঘর। দেখলে মনে হবে এটি কোন হাঁস-মুরগির খোপ। এমন একটি খোপের ভিতরে দীর্ঘ বছর তিনি বসবাস করছেন। ঝড়-বৃষ্টিতে ভিজে, শীতে কুয়াশার মধ্যে অসহায় অবস্থায় দিন পার হয় তার। এমনই বুদ্ধিপ্রতিবন্ধী পলাশ হাসিমুখে কষ্টের সাথে লড়াই করে চলেছেন।
জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটী গ্রামের মৃত মৃন্সী আমজাদ আহম্মেদের ৩ পুত্র ও ২ কন্যা সন্তানের মধ্যে মুন্সী পলাশ দ্বিতীয় পুত্র। তিনি জন্ম সূত্রে কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী ও তার কথায় রয়েছে জড়তা। তার সব কথা ঠিকমত বুঝা যায় না। এক সময় তাদের আর্থিক অবস্থা ভালো থাকলেও এখন খুবই অসহায় অবস্থায় দিন পার করছেন। প্রতিবন্ধী হওয়ার কারণে তার বিবাহ হয়নি। তিনি একা থাকতে পছন্দ করেন এবং কম কথা বলেন। তাছাড়াও তিনি শিশুদের সাথে মিশতে ভালোবাসেন। কোন কথা জিঞ্জাসা করলে উত্তর না দিয়ে শুধুই হাসে। তিনি ভয়ে গাড়ীতেও চড়েন না পায়ে হেঁটে চলাচল করেন। বুদ্ধিপ্রতিবন্ধী মুন্সী পলাশের মানবেতর জীবন যাপনের ঘটনা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানতে পেরে তাৎক্ষনিক তার ঘরের জন্য টিন ও শীতের কম্বোলের ব্যবস্থা করেছেন। যা তার পরিবারের সদস্যদের মধ্যে পলাশের নিকট পৌছে দেওয়া বলে জানা গেছে। আর্ত-মানবেতর সেবায় বুদ্ধিপ্রতিবন্ধী মুন্সী পলাশের জন্য তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করায় এলাকাবাসী নির্বাহী অফিসার কে অভিনন্দন জানিয়েছে।