বৃহস্পতিবার ● ২৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর আবাদ পুরাদমে শুরু হয়েছে
বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর আবাদ পুরাদমে শুরু হয়েছে
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর আবাদ পুরাদমে শুরু হয়েছে।খামারে বোরোর চারা রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পরিচালক চারা রোপনে সার্বক্ষণিক তদারকি করছেন।২১-২২ উৎপাদন বছরে খামারে ৫৫ একর জমিতে আবাদকৃত বোরোর ৪টি জাতের ল বীজ থেকে ভিত্তি বীজ উৎপাদন করা হবে।
খামার সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে খামারে ৫৫ একর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে বিনা ধান ২৪ -৫ একর, ব্রি ধান-৫০-,১৪ একর,ব্রি-ধান ৬৭-১১ একর, ও ব্রি-ধান ৭৪-৭ একর। বোরোর আবাদের জন্য প্রায় ২ একর জমিতে৫৫০ কেজি ধানের বীজতলা করা হয়েছে। উপকূলের প্রতিকুল পরিবেশে এ খামার অবস্থিত। লবণাক্ত এলাকায় হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো:হারুন জানান,শীত ও কুয়াশার মধ্যে রোপন কাজ চলছে। আবহাওয়া ভালো থাকায় আবাদ পুরাদমে এগিয়ে যাচ্ছে।এর মধ্যে প্রায় ১০ একর জমিতেব্রি-ধান ৫০ এর চারা রোপন কাজ শেষ হয়েছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে ধানের রোপনের কাজ শেষ হতে পারে।কপোতাক্ষ নদের পাশে ও লবণাক্ত এলাকায় হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়।এ খামারের আবাদ কিছুটা প্রকৃতির উপর নির্ভর করে।তাছাড়া পাশের ইট ভাটার ধোয়া ও ছাই উড়ে পড়ায় খামারের ধানের ক্ষতি হচ্ছে ।প্রাকৃতিক কোন দূযোগ না হলে খামারে উৎপাদিত ধানের ফলন থেকে বীজ তৈরীর লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।