বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সারাদেশ » সিনিয়র সচিব হলেন পাইকগাছার তপন কান্তি ঘোষসহ তিন কর্মকর্তা
সিনিয়র সচিব হলেন পাইকগাছার তপন কান্তি ঘোষসহ তিন কর্মকর্তা
এস ডব্লিউ; সিনিয়র সচিব হলেন পাইকগাছার তপন কান্তি ঘোষসহ তিন কর্মকর্তা।তিনজন সচিবকে সিনিয়র করে মঙ্গলবার ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন এবং প্রধানমন্তীর কার্যালয়ের সচিব মো: তোফাজ্জল মিয়াকে সিনিয়র সচিব করে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পাইকগাছার কৃতি সন্তান জনাব তপন কান্তি ঘোষ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত রয়েছেন । তপন কান্তি ঘোষ ৩০ মে, ২০২১ তারিখে সচিব হিসেবে এ মন্ত্রণালয়ে পাদায়িত হন। এর পূর্বে ৭ জুলাই ২০২০ থেকে অদ্যাবধি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ২০১৯ সালের ৫ ডিসেম্বর সরকারের সচিব পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এর দায়িত্বেও কর্মরত ছিলেন।
তপন কান্তি ঘোষ খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্রীনিবাস চন্দ্র ঘোষ ও মায়ের নাম রাধা রানী ঘোষ।
১৯৮৯ সালে তিনি ৮ম বিসিএস এর প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে জনাব তপন কান্তি ঘোষ মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে “সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প” এর প্রকল্প পরিচালক পদে তিন বছরের অধিককাল কর্মরত ছিলেন। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত তিনি বেলজিয়ামের ব্রাসেলস- এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর ও মিনিস্টার (কমার্স) হিসেবে কর্মরত ছিলেন।
বেলজিয়াম ও লুক্সেমবার্গের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে কাজ করা ছাড়াও তিনি ইউরোপিয় ইউনিয়নের নির্বাহী বিভাগ ইউরোপিয় কমিশন এবং ইউরোপিয় পার্লামেন্ট এর সাথে নিবিড়ভাবে কাজ করেন।