মঙ্গলবার ● ৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে ১১ ইউনিয়নে ইউপি নির্বাচন
আশাশুনিতে ১১ ইউনিয়নে ইউপি নির্বাচন
আহসান হাবিব, আশাশুনি ; আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ বুধবার। নির্বাচনে লড়ছেন মোট চেয়ারম্যান ৫৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বর ১৩৩ জন এবং সাধারণ মেম্বর পদে ৪৪৭ জন প্রার্থী। উপজেলার ১০৪টি কেন্দ্রে, ৬১১টি কক্ষে ভোট গ্রহণ করা হবে মোট ২ লক্ষ ২৫ হাজার ৯৮৯ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৪ হাজার ৯৬৭ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১১ হাজার ২২ জন। প্রসঙ্গত. গত ২০ ডিসেম্বর সোমবার বরাদ্ধকৃত প্রতীক পেয়েই ৩ জানুয়ারী পর্যন্ত প্রার্থীরা তাদের কর্মী, সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে স্ব-স্ব নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনা চালিয়েছেন। ১১ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৬ জন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ১১জন, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত মশাল প্রতীকের প্রার্থী ১ জন ও বাকী ৩৮ জন স্বতন্ত্র ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী। এসব প্রার্থীদের প্রতীক রয়েছে- চশমা, ঘোড়া, আনারস, টেলিফোন, মটর সাইকেল, রজনীগন্ধা সহ বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন প্রার্থীরা। সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১১ ইউনিয়নে ৩৩টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৩৩ জন প্রার্থী মাইক, বই, কলম, বক, হেলিকপ্টার, সূর্যমূখী ফুল, তালগাছ, ক্যামেরা, জিরাফসহ বিভিন্ন প্রতীক বরাদ্ধ পেয়েছেন। এছাড়া উপজেলার ৯৯ সাধারণ ওয়ার্ডের মেম্বর পদে ৪৪৭ জন প্রার্থী আপেল, মোরগ, ব্যাট, ভ্যান গাড়ি, বৈদ্যুতিক ফ্যান, টিউবওয়েল, ফুটবল ও তালা প্রতীকসহ বিভিন্ন প্রতীক নিয়ে লড়ছেন। উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার জানান, নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।