শনিবার ● ৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » পরিবেশ » পরিবেশ সুরক্ষায় সম্মাননা পাওয়ায় সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান কে অভিনন্দন
পরিবেশ সুরক্ষায় সম্মাননা পাওয়ায় সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান কে অভিনন্দন
পাইকগাছা প্রতিনিধিঃ পরিবেশ ও পাখি সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান কে পরিবেশ উন্নয়ন কারিগর হিসাবে নিলম্বর স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। খুলনা জ্ঞানবিকাশ সংগীত একাডেমি এর ২২তম প্রতিষ্ঠা বাষিকী গুণীজন সম্মাননা অনুষ্ঠানে পরিবেশ ও পাখি সুরক্ষায় বিশেষ অবদান রাখায় পাইকগাছার সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান কে “নিলম্বর স্মৃতি স্মারক” প্রদান করা হয়েছে। ৭ জানুয়ারি শুক্রবার বিকালে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সস্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, খুলনা মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক করেন কামরুল ইসলাম বাবলু, প্রেসক্লাব পাইগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক কামরুল গাজী, অনুষ্ঠানের আহবায়ক সঞ্জীব হাউলি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জ্ঞানবিকাশ সংগিত একাডেমির সভাপতি অসিত কুমার মন্ডল। সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান পরিবেশ উন্নয়ন কারিগর হিসাবে নিলম্বর স্মৃতি সম্মাননা স্মারক পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, প্রেসক্লব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, সাইফুল ইসলাম, এমদাদুল হক, পরিবেশদাবী সংগঠন বনবিবির সহ-সভাপতি অনারারি ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, পঞ্চানন সরকার, অসীম রায়, মোড়ল কওসার আলী, সুশান্ত বিশ্বাস, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, হাসনা খাতুন সুমাইয়া, সমিরোণ ঢালী প্রমুখ।