বুধবার ● ১২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় লবণ পানি নয় মিষ্টি পানিতে চিংড়ী চাষ করতে হবে– এমপি বাবু
পাইকগাছায় লবণ পানি নয় মিষ্টি পানিতে চিংড়ী চাষ করতে হবে– এমপি বাবু
পাইকগাছা প্রতিনিধি; খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন,লবণ পানিতে নয় মিষ্টি পানিতে বাগদা চিংড়ীর চাষ করতে হবে। ২০ একরের নীচে সকল খাল উম্মুক্ত করা হবে। খুলনার পাইকগাছায় চিংড়ী চাষী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ক কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ওসি জিয়াউর রহমান জিয়া,উপজেলা চিংড়ী চাষি সমিতির উপদেষ্টা আ’লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু,উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,উপজেলা পানি উন্নয়ণ বোর্ডের শাখা কর্মকর্তা রমিত হোসেন মনি,মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান,সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সম্পাদক গোলাম কিবরিয়া রিপন,পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রজ্ঞু,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,কেএম আরিফুজ্জামান তুহিন,শেখ জিয়াদুল ইসলাম, রিপন কুমার মন্ডল,কাজল কান্তি বিশ্বাস,জিএম আব্দুস সালাম কেরু।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ দাউদ শরীফ,আবুল বাশার বাবু সরদার, নির্মল মজুমদার,আবু সাঈদ কালাই,মনোহর চন্দ্র সানা,আবুল হোসেন এমএম আজিজুল হাকিম ও আব্দুল্লাহ আল মামুন। সভায় সকল চাষীদের ঘের সংলগ্ন ওয়াপদা ও কেয়ারের রাস্তা বাদে বিকল্প বাঁধ দিয়ে চিংড়ী চাষ করতে বলা হয়েছে। যাতে রাস্তা সুরক্ষা হবে। গেট সংস্কার ও তার সংলগ্ন খাল খনন পানি সরবরাহের সু- ব্যাবস্থা ও ধান চাষের উপর গুরুত্ব আরোপ করা হয়।