বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সাহিত্য » লোনাজল
লোনাজল
লোনাজল
প্রকাশ ঘোষ বিধান
বুক ভিজেছে লোনা জলের ঝাপটায়
কাছে নেই সমুদ্র
শুকিয়ে গেছে মরা নদির লবন দাগ।
সমুদ্র ঢেউয়ে সোফেন ফেনার খেলায়
মুক্ত দানা ছড়ায়
ঝর্ণায় ছুটা ঠমকী ঢেউ নেয় না বাঁক।
দু’চোখ জুড়ে মেঘের আনাগোনা
তোমার মনের আত্মশ্লাঘ
সকল গ্লানি বৃষ্টিতে ধুয়ে যাক।
বুকের পাজর ভাঙ্গলে যখন তুমি
এবার তবে-
নয়ন জলে ভালবাসা মুক্তি পাক।