শুক্রবার ● ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সারাদেশ » রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন কেএমপির সোনালী সেন
রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন কেএমপির সোনালী সেন
রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন এডিসি সোনালী সেন। ২০২১ সালে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদানের জন্য অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) সোনালী সেন “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)” পদক পাচ্ছেন।
বৃহস্পতিবার ২০ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানাগেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে ১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২৫ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়েছে। সোনালী সেন ২৫ জনের মধ্যে একজন।আগামী ২৩ জানুয়ারি রাজারবাগে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এসব পদক তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
উল্লেখ্য, সোনালী সেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিন) হিসেবে দায়িত্ব পালন করছেন।